গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষােভ, সড়ক অবরােধ
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট লিমিটেড পােশাক কারখানার শ্রমিকরা বিক্ষােভ ও সড়ক অবরাধ করেছে। এসময় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা এসব কর্মসূচী পালন করে। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসে শ্রমিকরা বেলা দেড়টার দিকে সড়ক থেকে অবরােধ তুলে নেন। তবে এব্যাপারে কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বিক্ষােভের সত্যতা নিশ্চিত করেছেন। কারখানার অপারটের রেহেনা আক্তার জানান, গতকাল বুধবার (৯ জুন) কারখানায় মালিক আসলেও তাদের বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশাধের বিষয়ে কােন প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। এতে শ্রমিকরা বহস্পতিবার সকালে কারখানায় এসে কাজে যােগ না দিয়ে কর্মবিরতি ও সড়ক অবরাধে নামেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদ বােনাস পরিশাধের দাবিতে শ্রমিকরা ঈদর ছুটির আগ আন্দােলনে নামে। শ্রমিকদের আন্দােলনের মুখে তখন ওই মাসের আংশিক পাওনাদি শ্রমিকদের পরিশাধ করা হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, সকাল ৮টায় শ্রমিকরা কারখানায় এসে কাজ যােগ না দিয়ে তাদের বাৎসরিক ছুটির টাকা ও বকেয়া বেতনের দাবীতে কারখানার সামনে বিক্ষােভ ও কর্মবিরতি শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সাড় ৯টায় চাদনা-শিববাড়ী সড়কে অবস্থান নিয়ে অবরাধ করলে সড়ক সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয় যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশ মােতায়ন করা হয়েছে। কতৃপক্ষের কােনা সাড়া না পেয়ে পরে শ্রমিকরা কারখানার সামনে ও সড়কে অবস্থান করছিলা। পরে জিএমপি ও শিল্প পুলিশের উধর্তন কর্মকর্তাদের অনুরােধে। বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মসূচী প্রত্যাহার করে নেন।